2366
Published on সেপ্টেম্বর 1, 2020মুজিববর্ষ উপলক্ষে রবিবার (৩০ আগস্ট) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
তিনি বলেন, ‘সবুজ বৃক্ষ ও নির্মল পরিবেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদকে সামনে রেখে দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডা. হাবিবে মিল্লাত এমপি বলেন, ‘আসুন এই মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে দেশকে রক্ষা করি। দেশের পরিবেশকে রক্ষা করি এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি। এই গাছ বিক্রির টাকাও আপনাদের সংসারের উপযোগী হবে। তাই গাছ লাগিয়ে নিজেরা লাভবান হই।’
সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিনের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্নাসহ আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী, ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। এর আগে সদর উপজেলার বহুলী ও শহরের হাজী আহম্মদ আলী আলিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে চারা বিতরণ করা হয়।