করোনা মোকাবেলায় সুরক্ষাসামগ্রী এবং বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন যুবলীগ নেতা

2050

Published on সেপ্টেম্বর 1, 2020

করোনাভাইরাস বিশ্বে একটা বড় ধরণের সংকট তৈরী করে দিয়েছে। সেটা যেমন অর্থনৈতিক, তেমনি সামাজিক ও। সারা বিশ্বের ন্যায় আমাদের বাংলাদেশেও এর ব্যত্যয় ঘটেনি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও দিক নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠগুলির জনগণের পাশে দাড়িয়ে এ সংকট মোকাবিলা করছে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান জনাব অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারা দেশে যুবলীগের নেতা কর্মীদের জনগনের পাশে এসে দাড়ানোর আহবান জানায়। সেই আহবানে সাড়া দিয়ে মোঃ আরিফুল ইসলাম (সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ) কোভিড ১৯ এর শুরু হতেই ঢাকা মেডিকেলে চিকিৎসা সামগ্রী, অসহায় দুস্থ্য ও বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ ও ঔষধ সরবরাহ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

এ ব্যাপারে যুবলীগ নেতা আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপার নির্দেশনা এবং যুবলীগের সম্মানিত চেয়ারম্যান ও বিপ্লবী সাধারণ সম্পাদকের সার্বিক তত্ত্বাবধানে আমি কাজ করেছি। মানুষের মাঝে আমার সাধ্যমতো দাড়ানোর চেষ্টা করেছি। ভবিষ্যতে আরো বড় পরিসরে মানুষের পাশে যেনো দাড়াতে পারি তার জন্যে দোয়া চাইছি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত