দুরারোগ্য রোগীদের সাড়ে ৩৪ লাখ টাকা অনুদান

2170

Published on আগস্ট 31, 2020
  • Details Image

রাজশাহীতে ক্যান্সার, কিডনি, লিভারসিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৬৯ জন রোগীর মাঝে এককালীন অনুদান হিসাবে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৩৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন অনুদানের চেক বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে নানাবিধ কাজ করছে। পিছিয়ে পড়া মানুষদের সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে এনেছে সরকার। প্রধানমন্ত্রী নানা উদ্যোগ গ্রহণ করে অসহায় দুস্থ অসুস্থ মানুষকে অব্যাহতভাবে সহায়তা করে যাচ্ছেন।

রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় রাজশাহীর উপ-পরিচালক, মোছা: হাসিনা মমতাজ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (প্রশাসন) ড. আব্দুল্লাহ আল ফিরোজ, সহকারী পরিচালক (কার্যক্রম) বায়েজিদ হোসেন ওয়ারেসিন, সমাজসেবা অফিসার রেজিস্ট্রেশন ড. মো. হামিদুল ইসলাম প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত