3434
Published on আগস্ট 31, 2020মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে এক হাজার যুবলীগ কর্মীকে ১০ কেজি করে চাল দিয়েছে উপজেলা যুবলীগ।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে কমলগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চাল বিতরণ করেন সরকারি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কমলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলাম ইকবাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজাদুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, উপজেলার সাবেক বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোস্তফা কামাল, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।
এ ছাড়া বক্তব্য দেন মাধবপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি আসিদ আলী, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি রাহাত ইমতিয়াজ, উপজেলা যুবলীগের সদস্য জহির আলম প্রমুখ।