বিদ্যুতের আলোয় আলোকিত বগুড়ার দুর্গম চরাঞ্চল

2356

Published on আগস্ট 31, 2020
  • Details Image

অন্তর দিয়ে চরাঞ্চলের লোকদের ভালোবেসেছেন বগুড়া ০১ আসনের প্রয়াত সাংসদ জননেতা কৃষিবিদ আব্দুল মান্নান। তিনি সর্বদা চেয়েছেন তাঁর চরাঞ্চলের লোকজন যেন শহুরে সকল সুযোগ সুবিধার আওতায় আসে। এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছিলেন এই কর্মবীর । তার ই ধারাবাহিকতায় গত ২৬ আগষ্ট বিদ্যুতের আলোয় আলোকিত হলো কাজলা ইউনিয়নের জামথল ও টেংরাকুরা চরের ৩০৭ জন গ্রাহকের বাড়ী। ১ কোটি ৪০ লক্ষ ৯০ হাজার ৪ শত টাকা ব্যয়ে নির্মিত ৭.৮২৮ কিলোমিটার নতুন সংযোগের শুভ উদ্বোধন করেন প্রয়াত সাংসদ আব্দুল মান্নানের সহধর্মীনি বগুড়া ০১ আসনের বর্তমান সাংসদ জননেতা সাহাদার মান্নান। এসময় প্রয়াত সাংসদের নামে কৃতজ্ঞতাভরা শ্লোগানে শ্লোগানে মুখরিত ছিলো জামথল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ।

কাজলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব জাহাঙ্গীর আলম মুকুল এর সভাপতিত্বে সেখানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাসেল মিয়া, মাদারগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতায় বোর্ডের সহকারি জেনারেল ম্যানেজার , সারিয়াকান্দি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, সারিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মমতাজুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক কাজী বিল্লাল হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক ওহেদুল ইসলাম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক রাসেদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম দুখু। এছাড়াও ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত