1256
Published on আগস্ট 28, 2020চিকিৎসা ব্যবস্থাকে তৃণমূলে ছড়িয়ে দেয়ার লক্ষেই কাজ করছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আজ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ ও জনসংখ্যা বিষয়ক উপকমিটি আয়োজিত করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।
ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
ধানমন্ডির কার্যালয়ে এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক সামছুন্নাহার চাঁপা, উপদপ্তর সম্পাদক সায়েম খান ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোঃ খুরশিদ আলমসহ স্বাচিপের নেতৃবৃন্দ।
ওবায়দুল কাদের স্মরণ করিয়ে দিয়ে দলের নেতাকর্মীদের বলেন অনুপ্রবেশকারীরাই দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করছে।
দুঃসময়ের পরীক্ষিত নেতাকর্মীরা দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ কখনো করে না বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলের ভাবমূর্তি ক্ষুন্নের জন্য অনুপ্রবেশকারীরাই দায়ী জানিয়ে বলেন দুঃসময়ে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীরাই দলকে ধরে রাখবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন করোনা সংক্রমণে মৃত্যুর হার শূন্যের কোঠায় আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে সরকার।