মেহেন্দিগঞ্জে দুর্গত মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দিলেন সংসদ সদস্য

1142

Published on আগস্ট 27, 2020
  • Details Image

বরিশালের মেহেন্দিগঞ্জের উপজেলায় বন্যাকবলিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছেন সংসদ সদস্য পংকজ নাথ। দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের ৪০০ পরিবারের মাঝে নগদ অর্থ এবং খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি।
বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত হাঁটু পানির মধ্যে বিভিন্ন এলাকা ঘুরে ওই সহযোগিতা পৌঁছে দেওয়া হয়।
বুধবার সকালে প্রথম মেহেন্দিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আম্বিকাপুরে পানি বন্দি ২০০ পরিবার এবং চর এককরিয়া ইউনিয়নের উত্তরচর গ্রামে ২০০ পরিবারের মাঝে সহযাগিতা পৌঁছে দেন সংসদ সদস্য।

সহযোগিতা মধ্যে নগদ ২ হাজার করে টাকা এবং খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ডাল, আলু, সয়াবিতন তেল বিতরণ করেন তিনি। পয়ায়ক্রমে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় পানি বন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পংকজ নাথ।

এ সময় মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত