নীলফামারীতে আওয়ামী লীগের মাস্ক ও গাছের চারা বিতরণ

1528

Published on আগস্ট 26, 2020
  • Details Image
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে মাস্ক ও গাছের চারা বিতরণ করেছে সদর উপজেলা আওয়ামী লীগ।
 
বুধবার বেলা ১১টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে পথচারী, বিভিন্ন যানবহনের চালক এবং যাত্রীদের মুখে মাস্ক পরিয়ে এবং প্রত্যেকের হাতে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মমতাজুল হক।
 
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে এ সময় সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সভাপতি মনসুর ফকির, শ্রমিক লীগ নেতা আবু তালেব, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মানুষের মাঝে ১৫ হাজার মাস্ক এবং পরিবেশ রক্ষায় ২০ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করা হচ্ছে।
 
এছাড়াও উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতিটিতে বঙ্গবন্ধুর নামে চারটি করে কৃষ্ণচূড়া ও চারটি করে বট বৃক্ষ রোপণসহ পরিচর্যার দায়িত্ব নিয়েছেন নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত