দুর্যোগ-দুর্বিপাকে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বাংলাদেশ কৃষকলীগ

2680

Published on আগস্ট 25, 2020
  • Details Image
যে কোন দুর্যোগ-দুর্বিপাকে আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ গণমানুষের রাজনৈতিক দল বলেই সব পরিস্থিতিতে জনগণের পাশে দাঁড়িয়েছে। সরকারি দল কিংবা বিরোধী দলে মানুষের কল্যাণে কাজ করে।
 
সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা কৃষকদের দোর গোড়ায় পৌছেঁ দেয়ার জন্য কৃষক লীগের জন্ম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধস্ত এ দেশে কৃষকদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন। জাতির জনকের সেই স্বপ্ন বাস্তবায়নে কৃষকদের জন্য সরকারি সুবিধাদি নিশ্চিত করছে তারই কন্যা শেখ প্রধানমন্ত্রী হাসিনা।
 
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিনামূল্যে বীজ বিতরণসহ কৃষি সহায়ক প্রণোদনার ব্যবস্থা করেছে সরকার। বর্তমান কৃষি বান্ধব আওয়ামী লীগ সরকার কৃষক ও কৃষিকে বাঁচিয়ে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ কৃষকলীগ কাজ করে যাচ্ছে।
 
 
ঢাকাঃ
১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাভার থানা কৃষক লীগের পক্ষ থেকে আলোচনা সভা, এতিম ও অনাথদের মাঝে ফল বিতরন এবং কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করছে বাংলাদেশ কৃষকলীগ সাভার থানা শাখা।
 
জামালপুরঃ
“কৃষক বাঁচাও,দেশ বাঁচাও” এ স্লোগানে জামালপুরের ইসলামপুরে সার ও বীজ নিয়ে বন্যার্ত কৃষকদের মাঝে বিতরণ করেছেন বাংলাদেশ কৃষকলীগ। মঙ্গলবার সরকারি ইসলামপুর কলেজ হল রুমে ৫শত কৃষকদের মাঝে এসব বিতরণ করা হয়।
 
সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় ২০ আগস্ট কৃষকদের মাঝে বিনামূল্যে সার,বীজ ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
 
বগুড়াঃ
বগুড়ার সারিয়াকান্দির কালিতলায় ৩শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দলীয় কার্যালয়ে কৃষক লীগের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার, সবজি বীজ ও গাছের চারা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবীদ সমীর চন্দ্র, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপি ছাড়াও জেলা ও উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দ।
 
গাইবান্ধাঃ
বাংলাদেশ কৃষকলীগ, কামারজানি, গাইবান্ধা শাখা ২৩ আগস্ট সুন্দরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে বন্যা দুর্গতের জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচী পালন করেছে।
 
গাইবান্ধা জেলার ফুলছড়ি ইউনিয়নে ২৩ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বন্যা দুর্গতের জন্য বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে কৃষকলীগ।
 
সুন্দরগঞ্জে বন্যার্ত কৃষকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী হিসেবে বিনামূল্যে সার, সবজি, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা কৃষক লীগের আয়োজনে কঞ্চিবাড়ি ইউনিয়নের উজান তেওড়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়।
 
পঞ্চগড়ঃ
পঞ্চগড় জেলার সদর উপজেলা, আটোয়ারী উপজেলা ও পঞ্চগড় পৌরসভার প্রায় ২৫০ জন কৃষক পরিবারের জন্য কৃষকদের মাঝে কৃষক লীগের ত্রাণ বিতরণ করা হয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত