1117
Published on আগস্ট 23, 2020২১ আগস্ট সকাল ৯টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু,র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
২০০৪ সালের ২১ আগষ্ট দেশরত্ন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যার উদ্দেশ্যে বিএনপি জামাত জোটের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বর্বোরচিত গ্রেনেড হামলায় আইভি রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা কুদ্দুস পাটোয়ারী সহ ২২ জন নেতাকর্মী নিহত হয়। গ্রেনেডের স্প্রিন্টারে রক্তাক্ত ক্ষতবিক্ষত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অসংখ্য নেতাকর্মী।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান স্বপন,আশীষ কুমার মজুমদার, আব্দুল আলিম বেপারী, মানিক কুমার ঘোষ,মোবাশ্বের চৌধুরী, আব্দুল্লাহ আল সায়েম, কৃষিবিদ আ ফ ম মাহবুবুল হাসান, আজিজুল হক আজিজ, আরিফুর রহমান টিটু, মেহেদী হাসান মোল্লা, আবিদ আল হাসান, রফিকুল ইসলাম বিটু, ওবায়দুল হক খান, ঢাকা মহানগর উত্তর সভাপতি ইসহাক মিয়া সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম, দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারিক সাঈদ সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ ২১ শে আগষ্টের গ্রেনেড হামলায় জড়িত তারেক জিয়া, লুৎফুজ্জামান বাবর,আব্দুস সালাম পিন্টু গংদের বিচারের রায় কার্যকর করার দাবী জানান।
২০০৪ সালের ২১ শে আগষ্ট বর্বোরচিত গ্রেনেড হামলায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদ কুদ্দুস পাটওয়ারীর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে চাঁদপুরের হাইমচর যাওয়ার প্রাক্কালে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত পথসভায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, ৭৫ আর ২১ শে আগষ্টের খুনীরা এক ও অভিন্ন! ৭৫ এর খুনী জিয়া! ২১ শে আগষ্টের খুনী তারেক জিয়া! খুনীদের রক্ত এক ও অভিন্ন। সকল খুনীদের দ্রুত বিচারের রায় কার্যকর করার দাবী জানান।
এর পরে সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় ২০০৪ সালের ২১ শে আগষ্ট ২৩ বঙ্গবন্ধু এভিনিউ তে বিএনপি জামাত জোট সরকারের পৃষ্ঠপোষকতায় বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদ কুদ্দুস পাটওয়ারীর সমাধিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু,র নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন ও শহীদ কুদ্দুস পাটওয়ারীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় শহীদ কুদ্দুস পাটওয়ারীর স্মরণে অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ী লুঙ্গি ও খাবার বিতরণ করেন স্বেচ্ছাসেবক লীগ।
এই কর্মসূচি শেষ করে শহীদ কুদ্দুস পাটওয়ারীর পরিবারের সদস্যদের সাথে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ করেন।