950
Published on আগস্ট 20, 2020মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের ধলাই চা বাগান (লে- অফ) ঘোষণা করায় ১৯ দিন ধরে বন্ধ থাকায় অসহায় চা শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। এ অবস্থায় অসহায় চা শ্রমিকদের পাশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করছে ছাত্রলীগ মাধবপুর ইউনিয়ন।
গত ১৬ আগষ্ট (রবিবার) বিকালে মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগে যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ ও ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন এর মাধ্যমে ধলাই চা বাগানে অসহায় ও দুস্থ চা শ্রমিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল,তেল, আলু, পেঁয়াজ, দুধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিস।
এ প্রসঙ্গে ছাত্রলীগ নেতা সুমন আহমেদ বলেন, ধলাই চা বাগান (লে- অফ) ঘোষণা করায় ১৯ দিন ধরে বন্ধ রয়েছে৷ এতে অসহায় ও হতদরিদ্র চা শ্রমিকরা খাদ্য সংকটে দিন কাটাচ্ছে । তাদের কষ্ট কিছুটা লাঘবের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। দেশরত্ন শেখ হাসিনা বলেছেন সততাই শক্তি, মানবতাই মুক্তি।
তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য। তাই একজন মানুষ হিসেবে অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের সকলেের নৈতিক দ্বায়িত্ব বলে মনে করেছি। এভাবে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু মানুষের সহযোগিতায় আমার তাদের পাশে দাড়াতে পেরেছি। যারা সহযোগিতা করছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানায়।
চা শ্রমিকদের এমন ক্রান্তিলগ্নে মানবতার উপস্থিতি সকল নেতা কর্মীদের মাঝে থাকা উচিত বলে মনে করেন তিনি। ছাত্রলীগের প্রতিটি কর্মী দেশের দুর্যোগকালীন মুহূর্তে প্রতিবারের ন্যায় এবারও এগিয়ে এসেছে, ভবিষ্যতেও থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগে যুগ্ম সাধারণ সম্পাদক ও মাধবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সুমন আহমেদ ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন, ইমন আহমেদ, শাকিল আহমেদ সহ প্রমুখ।