সিরাজগঞ্জে ৩০০ বন্যাদুর্গত পরিবারে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

1001

Published on আগস্ট 18, 2020
  • Details Image

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় স্থানীয় ছাত্রলীগ এ ত্রাণ বিতরণ করে।

ত্রাণ কাজে সার্বিক সহায়তা করেন সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম আরিফ ত্রাণ কাজের সমন্বয় ও বিতরণে অংশ নেন। ত্রাণ বিতরণের প্রথম পর্যায়ে দেড় শ রিকশা ও ভ্যানচালক, দ্বিতীয় দফায় এক শ দোকানদার, তৃতীয় দফায় ৬০টি পরিবার ও চতুর্থ দফায় ৫০টি পরিবারকে সহায়তা দেওয়া হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, লবণ, পেঁয়াজ, সেমাই, চিনি, দুধ, আলু, সাবান দেওয়া হয়।

ত্রাণ সহায়তার প্রসঙ্গে আরিফুল ইসলাম আরিফ কালের কণ্ঠকে বলেন, ‘ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আমরা এখানে ত্রাণ কাজ চালিয়ে যাচ্ছি। সিরাজগঞ্জ জেলা ও কাজিপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ত্রাণ বিতরণে অংশ নিচ্ছেন।’

আরিফ আরো বলেন, ‘ত্রাণ তৎরপতার পাশাপাশি মুজিব বর্ষ উপলক্ষে তিন মাসব্যাপী রোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা প্রত্যেকে তিনটি করে গাছ লাগানোর কর্মসূচিও পালন করছি। প্রাকৃতিক দুর্যোগেও মাঝেও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মানবিক ও সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছেন।’

সৌজন্যেঃ কালের কণ্ঠ

Live TV

আপনার জন্য প্রস্তাবিত