1439
Published on আগস্ট 18, 2020২০০৫ সালের ১৭ই আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের মদদে জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক দেশব্যাপী একযোগে ৪৩৪ স্থানে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে প্রতিবাদ সমাবেশ, শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর ফুফাতো বোনের স্বামী মোঃ হায়দার হোসেনের রোগমুক্তি কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া, মিলাদ মাহফিল এবং দুস্থ ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ।
সোমবার বিকেলে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয় সম্মুখে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এর উদ্যোগে ২০০৫ সালের ১৭ই আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের মদদে জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক দেশব্যাপী একযোগে ৪৩৪ স্থানে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে প্রতিবাদ সমাবেশ, শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর ফুফাতো বোনের স্বামী মোঃ হায়দার হোসেনের রোগমুক্তি কামনায় কোরআন তেলাওয়াত, দোয়া, মিলাদ মাহফিল এবং দুস্থ ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। সভায় সভাপতিত্ব করেন- যুবলীগ ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, সঞ্চালনা করেন-যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন-২০০৫ সালের ১৭ আগস্টে একযোগে ৬৩ জেলায় তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় ৪৩৪টি স্থানে সিরিজ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশকে একটি তালেবানী রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল। বাংলাদেশ আওয়ামী যুবলীগ সেই সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা ও বোমা হামলার পরিকল্পনাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান। তিনি আরও বলেন বোমা হামলার পরিকল্পনাকারীদের ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নেতৃত্বে সারা বাংলাদেশের যুবসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে।
এসময় আরও বক্তব্য রাখেন-যুবলীগ সাবেক কেন্দ্রীয় নেতা মুহাঃ বদিউল আলম বদি, আসাদুল হক আসাদ, ঢাকা মহানগর দক্ষিণ সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, হারুনুর রশীদ, নাজমুল হোসেন টুটুল, মাহবুবুর রহমান পলাশ, মোরসালীন আহমেদ, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, সম্পাদক মন্ডলীর সদস্য আরমান হক বাবু, এমদাদুল হক এমদাদ, গোফরান গাজী, খন্দকার আরিফ-উজ-জামান, আলতাফ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন- যুবলীগ কেন্দ্রীয় নেতা- শরিফুল ইসলাম দূর্জয় , মিজানুর রহমান মিজান , মোহাম্মদ ইসলাম, জহির উদ্দিন উদ্দিন খসরু, রফিকুল ইসলাম, রওশন জামির রানা, মোহাম্মদ আলী মিন্টু, এন আই আহমেদ সৈকত, জামাল উদ্দিন, ইঞ্জিঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল , মশিউর রহমান চপল, গোলাম কিবরিয়া শামীম, ইন্জি. মো: শামিম খান , এ্যাড. গোলাম কিবরিয়া , রাজু আহমেদ মিরান, হরে কৃষ্ণ বৈদ্য (কৃষ্ণ), মোঃ নাসির উদ্দিন, এবিএম আরিফ, ভিপি লিটন , মুস্তাফিজুর রহমান মানিক , আব্দুল্লাহ রানা , আনোয়ার হোসেন মন্জু সোলাইমান ভূঁইয়া রাজু , নজরুল ইসলাম রাজু , আলআমিন , যুবলীগ দক্ষিণ সহ-সভাপতি সারোয়ার হোসেন মনা, কামাল উদ্দিন খান, সম্পাদক মন্ডলীর সদস্য রিয়াজ আহমেদ ফালান, নজরুল ইসলাম সরকার, সহ-সম্পাদক মিল্টন আহমেদ বাদল, শেখ রাসেল রাজু, হারুন অর রশিদ, আইয়ুব আলী, হাবুবুর রহমান পারভেজ, সাঈদ হাসান শিশির, সদস্য আমিনুল ইসলাম মানিক, গোলাম ফেরদৌস ইব্রাহিম, এর আর বাচ্চু, মনিরুজ্জামান বিশ্বাস, এম আর মিঠু, মনির হোসেন সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। উক্ত কোরআন খানী, দোয়া, মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল হাকিম।