শোক দিবসে চরফ্যাসন ও মনপুরার ৩০টি এতিমখানায় খাবার বিতরণ করলেন স্থানীয় সাংসদ

1126

Published on আগস্ট 16, 2020
  • Details Image

১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভোলার চরফ্যাসন ও মনপুরায় ৩০ টি এতিমখানায় খাবার বিতরণ করা হয়েছে। সর্বমোট ৫ হাজার ছাত্র-ছাত্রী ও এতীমদের মাঝে এসব খাবার বিতরণ করা হয়।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর নিজস্ব অর্থায়নে এসব খাবার বিতরণ করেন চরফ্যাসন উপজেলা আওয়ামীলীগ। খাবার বিতরণের পূর্বে কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়াও শনিবার (১৫ আগস্ট) চরফ্যাসন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ দিবস পালন করা হয়।

সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়ে কর্মসূচী শুরু হয়। পরে শোকর‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। চরফ্যাসন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন আখন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা যুবলীগের সভাপতি/সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সভাপতি/ সম্পাদকসহ দলীয় নেতা-কর্মী এবং উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত