বন্যা দুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে যুবলীগ

2955

Published on আগস্ট 16, 2020
  • Details Image

দেশের ক্রান্তিলগ্নে বরাবরের মত অসহায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারন সম্পাদক মাইনুল হোসেন নিখিলের আহবানে সাড়া দিয়ে বন্যা দূর্গত এলাকায় অসহায় মানুষের পাশে দাড়িয়েছে যুবলীগের নেতা কর্মীরা।

  • মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন পরিষদ মাঠে এক হাজার বন্যার্থদের মাঝের ত্রান বিতরন করেছে যুবলীগ। স্থানীয় সাংসদ নাঈমুর রহমান দূর্যয়ের উপস্থিতিতে বন্যার্তদের মাঝে ত্রানের প্যাকেট তুলে দেয়া হয়
  • বগুড়ার গাবতলিতে অসহায় ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও কোরবানীর মাংস বিতিরন করেছেন যুবলীগ নেতা নুরেজ্জামান
  • মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ৬০০ বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্থানীয় যুবলীগ নেতা কর্মীরা।
  • দোহার উপজেলার যুবলীগের উদ্যোগে বানভাসি অসহায় ১০০০ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন যুবলীগ সাধারন সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল
  • গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের পানিবন্দি ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৪শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে স্থানীয় যুবলীগ
  • জামালপুরের ইসলামপুরে ৭৫০ বন্যা দূর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেছে স্থানীয় যুবলীগ নেতা কর্মী
  • ঢাকার ধামরাই উপজেলার বন্যাদুর্গতদের খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোহাদ্দেস হোসেন
  • ঢাকার ধামরাইয় পৌরসভার ৩নং ওয়ার্ডের বরাত নগর এলাকায় শতাধিক পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান উপহার বিতরন করে স্থানীয় যুবলীগ নেতা কর্মীরা।
  • ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় বন্যায় ক্ষ‌তিগ্রস্থ্য পা‌নিব‌ন্দি প‌রিবা‌রের মা‌ঝে খাদ্য সহায়তা প্রদান করেছে যুবলীগ
  • দোহারের রতন চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ আয়োজিত বন্যার্তদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেন যুবলীগের সাধারন সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল
  • ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবলীগ নেতার উদ্যোগে উচাখিলা ইউনিয়নের মরিচারচর লামাপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদের নতুন চরে‏‏ ৩০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
  • শরীয়তপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন যুবলীগ। স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি্র উপস্থিতিতে শরীয়তপুরের ডামুড্যা, গোসাইয়র হাট, ভেদরগঞ্জের বিভিন্ন এলাকার বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে।
  • গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় জেলা যুবলীগের উদ্যোগে লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেয়া বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আজাদ
  • কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে সুনামগঞ্জে হাওড় অঞ্চলে বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে স্থানীয় নেতা কর্মীরা
  • সুনামগঞ্জের ধর্মপাশায় শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্থানীয় যুবলীগ নেতা কর্মী।
  • কুড়িগ্রাম জেলা যুবলীগের উদ্যোগে সদর উপজেলার ভেলাকোপা, নওদাবশ, নয়ারহাট, পিঁপড়ার বাজার এলাকায় প্রায় ৫ শতাধিক পানিবন্দি মানুষের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেন যুবলীগের নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত