1048
Published on আগস্ট 16, 2020জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দুস্থ অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবক লীগ।
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া, মিলাদ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর সেচ্ছাসেবক লীগ। মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগ'র সভাপতি ইসহাক মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনিছুর রহমান নাঈম' র সঞ্চালনায় উক্ত কর্মসূচীগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ'র সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক জনাব আফজালুর রহমান বাবু। অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গাজী মেজবাউল হোসেন সাচ্চু, আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী। আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মফিজউদ্দীন আহমেদ,একেএম মাসুদুজ্জামান মিঠু প্রমুখসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।
একই সাথে জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরন করেন ঢাকা মহানগর দক্ষিন সেচ্ছাসেবক লীগ। মহানগর দক্ষিন স্বেচ্ছাসেবক লীগ'র সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ'র সাধারন সম্পাদক জনাব আফজালুর রহমান বাবু। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে শোক দিবসে মিরপুর, গুলশান, কলাবাগান ও বনানী থানা স্বেচ্ছাসেবক লীগ'র বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরন করেন কলাবাগান,বনানী, মিরপুর ও গুলশানসহ আরো কয়েকটি থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ।
বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরন করে কলাবাগান, বনানী, মিরপুর ও গুলশানসহ আরো কয়েকটি থানা এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ। এসব কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ’র সভাপতি নির্মল রঞ্জন গুহ। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয়, মহানগর এবং থানার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।