মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বন্যার্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ বিতরণ

925

Published on আগস্ট 12, 2020
  • Details Image

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় বন্যাদূর্গত বানবাসী অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে ১২ আগস্ট দুপুরে এই ত্রাণ বিতরণ কর্মসুচি পরিচালিত হয়। স্থানীয় সংসদ সদস্য মমতাজ বেগম টেলিফোনে সংযুক্ত হয়ে নেতৃবৃন্দ কে ধন্যবাদ জানান। 

এই কর্মসুচির উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ গোলাম মহীউদ্দীন।

এ সময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন জেলায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পর্যায়ক্রমে বন্যাদূর্গত অন্যান্য এলাকায় বানবাসী অসহায় মানুষ কে খাদ্য সহায়তা প্রদান করা হবে মর্মে জানান।

সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন আগষ্ট মাস শোকের মাস, এ মাসে আমরা স্বপরিবারে জাতির পিতা কে হারিয়েছি। শোক কে শক্তিতে পরিনত করে অসহায় মানুষের পাশে থাকার জন্য নেতাকর্মীদের আহবান জানান।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা প্রাণকৃষ্ণ রায়, মাহমুদ রাজ্জাক অপু, শাহাবুদ্দিন চঞ্চল সহ মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত