819
Published on আগস্ট 12, 2020গাইবান্ধার সাঘাটা উপজেলার চিনিরপটল জহুরুলের ঘাট এলাকায় আওয়ামীলীগের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের বন্যার্ত প্রায় ৫শ’ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামে জহুরুলের ঘাট থেকে এসব ত্রাণ সামগ্রী (চাল, চিড়া, গুড়) বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।
এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাঘাটা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাড. এস.এম সামশীল আরেফিন টিটু, জহুরুল ইসলাম, খাইরুল বাশার রুবেল, সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন সুইট, মোকসেদুল হাসান সাজু, আলী মনছুর, হুমায়ুন কবীর সুমন, লুৎফর রহমান, ফজলে খোদা লিয়ন, রাজু আহমেদ প্রমুখ।