ঢাকা জেলার বন্যার্তদের মাঝে সহায়তা দিয়েছেন ঢাকা-৯ এর সাংসদ

952

Published on আগস্ট 12, 2020
  • Details Image

গত ০৬ আগষ্ট সকাল ১০.০০ টা থেকে ঢাকা-০৯ সংসদীয় আসনের নির্বাচনী এলাকার বন্যায় প্লাবিত সর্বাধিক নিম্নাঞ্চলসমূহ (ত্রিমোহনী গুদারাঘাট, দাসেরকান্দি, বাবুর জায়গা, বালুরপাড়, গৌড়নগর, ইদারকান্দি, ফকিরখালি) পরিদর্শন করে বন্যা কবলিত ৫০০ পরিবারের মধ্যে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা -০৯ আসনের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।

এই সময় স্থানীয় এমপি অধিকতর ক্ষতিগ্রস্থ পরিবার সমূহের সাথে কথা বলেন এবং তাদের দুঃখ দুর্দশার খবরাখবর নেন। পাশাপাশি এ দুর্যোগকালীণ সময়ে সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ এবং সংসদ সদস্যের তরফ থেকে সকল ধরনের সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। উল্লেখ্য, এ সকল এলাকায় বন্যার পানি এখনো বৃদ্ধি পাচ্ছে এবং রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা পানিতে তলিয়ে যাচ্ছে।

স্থানীয় সংসদ সদস্য জনাব, সাবের হোসেন চোধুরী জানান,আগামী এক সপ্তাহ আমার পক্ষ থেকে ৭৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহযোগিতায় প্রতিদিন ১০০০ বন্যা কবলিত হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

ত্রাণ সামগ্রী বিতরণকালে স্থানীয় মহিলা কাউন্সিলর মিসেস নাসরিন আহমেদ, কাউন্সিলর জনাব মোঃ আকবর হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জনাব জহিরুল ইসলাম ও সেক্রেটারী মোঃ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা জনাব ওমর আলীসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত