2934
Published on আগস্ট 12, 2020১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পথ শিশু ও ছিন্নমূল মানুষের মধ্যে মাসব্যাপী রান্না করা খাবার বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এবং কারওয়ান বাজার পার্কের মাঠে ১ আগস্ট থেকে এই কর্মসূচি শুরু হয়েছে।
এর আগে, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এ কর্মসূচি ঘোষণা করেন। সারাদেশে যুবলীগের প্রতিটি ইউনিট এ কর্মসূচি পালন করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তারই ধারাবাহিকতায় গত ১১ ও ১২ আগষ্ট কারওয়ান বাজার পান্থকুঞ্জ পার্ক মাঠ, কেন্দ্রীয় শহীদ মিনার ও পার্টি অফিসে রান্না করা খাবার বিতরণ করা হয়।
গত দুই দিনে "কারওয়ান বাজার পান্থকুঞ্জ পার্ক মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনার" এ খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক মোঃ শামছুল আলম অনিক; যুবলীগের এস এম জাবেদ হোসেন লাভলু; সফিউল আলম প্রধান কমল; তেজগাঁও কলেজের সহকারী অধ্যাপক মেহেরুল হাসান সোহেল; মাহাবুব আল গনি সোহেল; ঢাবি'র সহকারী অধ্যাপক ইব্রাহীম মিয়া, ডাকসুর সাবেক ক্রীড়া সম্পাদক শাকিল আহাম্মেদ তানভীর সহ প্রমূখ।