1223
Published on আগস্ট 11, 2020মাদারীপুরের কালকিনি উপজেলার তিনটি ইউনিয়নে নদী ভাঙ্গন ও বন্যা কবলিত জনসাধারণের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক সম্পাদক আহমেদ মুনীর তাঈফ।
তাঈফ জানান, উপহারসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আটা, ১ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান, বিস্কুট, ১০টি নাপা ট্যাবলেট এবং ৪ টি করে স্যালাইন। এছাড়াও রয়েছে বকুল, জলপাই, আমলকী, আকাশীসহ মোট ৪টি চারটি চারাগাছ।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছে থেকেই আমি ব্যক্তিগত উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে উপজেলার দুর্গত অসহায় মানুষের মাঝে এ উপহার পৌঁছে দিই। এই উদ্যোগ সফল করতে আমাকে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীসহ অনেকেই সাহায্য করেছেন।
এছাড়াও মাদারীপুরের ৪ টি উপজেলা এবং শরীয়তপুরেও এই কার্যক্রম বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।