হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠানে করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ

2189

Published on আগস্ট 11, 2020
  • Details Image

করোনা ভাইরাস মোকাবিলায় বিভিন্ন ধর্মীয়, সামাজিক প্রতিষ্ঠান ও হাসপাতালে সাবান, পিপিই, হ্যান্ড সেনিটাইজার বিতরণ করেছে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ।

বিতরণ অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে আছে। জনগণের সেবা করাই আওয়ামী লীগের ঐতিহ্য।

তিনি বলেন, করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর থেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সরকারের পাশাপাশি মানুষকে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন, জীবন দিচ্ছেন। জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, ইনশাল্লাহ বিপদ কেটে যাবে। আমরা সবাই আবার শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে পারবো।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা, এডভোকেট নজরুল ইসলাম বাদল, জেলা স্চ্ছোসেবক লীগ সভাপতি সাহানুর হক, ছাত্রলীগ সভাপতি হাসান শিকদার প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত