মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসা সরঞ্জামাদি দিলেন চিত্রশিল্পী ও সাবেক ছাত্রলীগ নেতা

1590

Published on আগস্ট 11, 2020
  • Details Image

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত মুমূর্ষু রোগিদের জীবন সুরক্ষাকারি একটা হাইফ্লো ন্যাজাল ক্যানুলা আরেকটা অক্সিজেন কন্সেন্ট্রেটর বিতরণ করা হয়েছে। মঠবাড়িয়ার চিত্রশিল্পী ও সাবেক ছাত্রলীগ নেতা চঞ্চল কর্মকারের উদ্যোগে ও নাভানা গ্রুপের সহায়তায় রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় এ চিকিৎসা সরঞ্জামাদি বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মী ভৌমিক এ সরঞ্জামাদি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী আহসান এর হাতে তুলে দেন।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. হাসিবুল হাসান, সংস্কৃতিজন ও মঠবাড়িয়া উদীচীর সভাপতি শিবু সাওজাল, কলেজ শিক্ষক জুলহাস শাহীন, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদাস মজুমদার, সাংবাদিক রফিকুজ্জামান আবীর, ইসরাত জাহান মমতাজ ,সাংস্কৃতিক কর্মী কোহিনুর বেগম ও তরুণ কবি মেহেদী হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত