951
Published on আগস্ট 10, 2020ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রান উপহার বিতরন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বন্যা কবলিতদের পরিবারের মাঝে ত্রাণ বিতরণের অংশহিসেবে শনিবার দুপুরে ট্রাক ও নৌকা যোগে পৌরসভার ৩নং ওয়ার্ডের বরাত নগর এলাকায় শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ কার্যক্রমে অংশ নেন ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, পৌর মেয়র গোলাম কবির বলেন, করোনার মধ্যে আবার বন্যার কবলে পড়ে বহু পরিবার পানিবন্দি হয়ে কষ্টে দিন কাটাচ্ছে। বন্যা কবলিতদের সীমাহীন দুর্ভোগ হচ্ছে। বন্যায় যাদের ঘর বাড়ি তলিয়ে গেছে তাদের আশ্রয়নের ব্যবস্থা করা হয়েছে।
আমরা তাদের দুর্ভোগ লাঘবের জন্য দিন-রাত কাজ করছি।এসব বন্যার্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্যসামগ্রী আমরা বাড়ি বাড়ি পৌছে দিচ্ছি। আশা করছি কেউ না খেয়ে মারা যাবে না। বন্যা পরিস্থিতি উন্নত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে তার সাথে ছিলেন পৌর যুবলীগের সহ-সভাপতি আলী খান, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দুলাল চন্দ্র সরকার, পৌর যুবলীগের ৩ নং ওয়ার্ডের সভপতি আদনান হোসেন, পৌর যুবলীগ নেতা শাহীন দেওয়ান, পৌরসভার সার্ভেয়ার দেলোয়ার হোসেন, পৌরসভার কার্য সহকারী রতন চন্দ্র রায়, পৌর আওয়ামীলীগের ৫ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন খান মজলিসজ, মো. জনি, গালীব প্রমুখ।