1288
Published on আগস্ট 10, 2020বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরের নলডাঙ্গায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। রবিবার দুপুরে তিনি পিপরুল ও ব্রহ্মপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে নিজ তহবিল হতে দুই সহস্রাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, নাটোর জজ কোটের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, নলডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, পিপরুল ইউনিয়ন চেয়ারম্যান কলিম উদ্দিন, ব্রহ্মপুর ইউনিয়ন চেয়ারম্যান হাফিজুর রহমান বাবু, পিপরুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী প্রমুখ।