1142
Published on আগস্ট 10, 2020বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুদ হাসান তূর্ণর পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ঈশ্বরগঞ্জে বন্যাদুর্গত এলাকার দুস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর গ্রামের নতুনচর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদের বন্যা কবলিত ৩’শ দুস্থ অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, চিড়া, চিনি, খাবার স্যালাইন ও ওষুধ সামগ্রী প্রদান করা হয়।
বিরতণকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রবি, সদস্য মাহেন্দ্র মোহন মাধব, স্বাধীনতা শিক্ষক পরিষদের উপজেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল মামুন কামাল, বীর মুক্তিযোদ্ধা আবু ইসহাক, সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ নেতা মাহমুদ হাসান সুমন, রেজাউল হাসান, উচাখিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আজিজুল ইসলাম, যুগ্ম আহবায়ক বি এম ফজলে খুদা পলেন, খালেকুজ্জামান চঞ্চল, রাজীবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক আওরঙ্গজেব নয়ন প্রমুখ।