1434
Published on আগস্ট 10, 2020গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় জেলা যুবলীগের উদ্যোগে লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ বুধবার সকালে আশ্রয় নেয়া বন্যার্ত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন গাজীপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, গাজীপুর জেলা যুবলীগের সদস্য মনোয়ার হোসেন শাহীন, পৌর যুবলীগের সহ সভাপতি ইব্রাহিম খলিল বাবু।
ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হাসান নিখিলের নির্দেশনায় গাজীপুর জেলা যুবলীগের পক্ষ থেকে এই সহায়তা কার্যক্রম চলছে। এই কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা করছি।