1352
Published on আগস্ট 9, 2020মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে জামালপুর জেলা ও সরিষাবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সার্বিক সহযোগিতায় মহাদান ইউনিয়ন, সানাকৈর এলাকায় বন্যাদূর্গত বানবাসী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ সেবার ব্রত নিয়ে বানবাসী অসহায় মানুষের পাশে থাকার জন্য সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান। সংগঠনের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু বলেন দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বৈশ্বিক করোনা প্রাদুর্ভাবে বিপর্যস্থ জনজীবনে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমান বন্যা পরিস্থিতিতে ও স্বেচ্ছাসেবক লীগ বানবাসী অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে যেকোন দূর্যোগময় পরিস্থিতিতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি নেতাকর্মী অসহায় দুস্থ মানুষের পাশে থাকবে মর্মে আশা প্রকাশ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল সায়েম, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল, আনোয়ারুল আজিম সাদেক, জামালপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হাসান জনি সহ সরিষাবাড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।