দোহারে বন্যার্তদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ

892

Published on আগস্ট 9, 2020
  • Details Image

দোহারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে যুবলীগ। শুক্রবার সকালে যুবলীগের উদ্যোগে ঢাকার দোহারে সহস্রাধিক বন্যা কবলিত পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, জনগণের কল্যাণের জন্য বিএনপির জন্ম হয়নি। অগণতান্ত্রিক পথে মতা দখলের জন্যই দলটির জন্ম হয়েছে। নিজেদের ভাগ্য বদলাতে দূর্নীতি করেছে, কখনো জনগণের কল্যাণে কাজ করেনি।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর যুবলীগ দকিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, ঢাকা জেলা যুবলীগের সভাপতি শফিউল আজম খান বারকুণ্ড, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, দোহার উপজেলা যুবলীগের সভাপতি আলমাস উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আখন্দ প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত