2219
Published on আগস্ট 8, 2020ভোলার লালমোহনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৯০তম জন্ম বার্ষিকী উপলক্ষে ২০ জন অস্বচ্ছল নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন, বঙ্গবন্ধু মুজিব জাতির জনক হয়ে ওঠার পিছনে শেখ ফজিলাতুন্নেসার অসামান্য অবদান রয়েছে। বঙ্গবন্ধুর সকল কাজে সারা জীবন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা অনুপ্রেরণা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।