1156
Published on আগস্ট 8, 2020জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৮ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসন ও সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহার নগদ টাকা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
এতে সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।