বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন শেরপুরের দুস্থ নারীরা

1284

Published on আগস্ট 8, 2020
  • Details Image

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০ তম জন্মদিন উদযাপন উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনরে আয়োজনে আলোচনা সভা ও দুঃস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। আজ ৮ আগষ্ট দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের রজনীগন্দা হল রুমে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মো: আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, অ্যাডভোকেট চন্দন কুমার পাল সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ, এটিএম জিয়াউল ইসলাম উপপরিচালক স্থানীয় সরকার, ডাঃ আবুল কাশেম মোহাম্মদ আনওয়ারুর রউফ সিভিল সার্জন, আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন মেয়র শেরপুর পৌরসভা, মো: রফিকুল ইসলাম শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান। আরও উপস্থিত ছিলেন শেরপুর প্রেসক্লাব সভাপতি মো: শরিফুল ইসলাম, শেরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: মেরাজ উদ্দিন প্রমুখ।

পরে দুঃস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত