বঙ্গমাতার ৯০তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন নওগাঁর দুস্থ নারী

1227

Published on আগস্ট 8, 2020
  • Details Image

‘বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের প্রতীক’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

৮ আগস্ট শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যাণ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান হোসেন।

সভায় বক্তারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছাকে শ্রদ্ধার সঙ্গে স্বরণ করে তাঁর ত্যাগ ও সুন্দরতম দিক তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৬ জন দুঃস্থ মহিলার মধ্যে ৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, তিলনা ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীন, প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম মানিক, রিপোর্টার্স ফোরাম সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সদস্য সাংবাদিক সোহেল চৌধুরী রানাসহ আন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত