1239
Published on জুলাই 31, 2020গত ঈদুল ফিতরের মতো এবারও ৫’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল। বৃহস্পতিবার (৩০জুলাই) বেলা ১১ টায় গাজীপুর ভোগড়া নিজ বাড়িতে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদুল আজহার সামগ্রী পেয়ে অনেকেই খুশি মনে বাড়ি ফিরেছেন। অনেকেরই ঈদ সামগ্রী পেয়ে খুশিতে চোখের পানি পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এক দিনমজুর বলেন, ‘গত ঈদের মতো এবারও রাসেল সরকার আমাদের ঈদ সামগ্রী দিয়েছেন। এই সামগ্রী পাওয়ায় সন্তানদের মুখে হাসি ফুটবে। ঈদও ভালো কাটবে।’
ওই দিনমজুর আরও বলেন, ‘ঈদের দিন কোরবানির মাংস নেওয়ার জন্য বাসায় যেতে বলেছেন রাসেল সরকার।’
চা বিক্রেতা এক নারী বলেন, ‘করোনা ভাইরাসের কারণে লকডাউনের সময় আয় রোজগার সব বন্ধ হয়ে যায়। তখনও রাসেল সরকার বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। গত ঈদেও সেমাই, চিনি, দুধসহ সব ধরনের খাদ্য সামগ্রী দিয়েছেন।’
এ বিষয়ে কামরুল আহসান সরকার রাসেল বলেন, ‘আমি নিজ থেকে চেষ্টা করছি অসহায় গরিব-দুঃখীদের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটাতে।’ তিনি বলেন, ‘গাজীপুর মহানগর যুবলীগের নেতা-কর্মীরাও আমার পাশাপাশি তারাও বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় অসহায় মানুষের পাশে আছে।