1106
Published on জুলাই 28, 2020ময়মনসিংহের গফরগাঁওয়ে মহামারি করোনায় ক্ষতিগ্রস্ত তিনটি ইউনিয়নের সহস্রাধিক পরিবারের মধ্যে সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।
২৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে উপজেলার রসুলপুর, বারবাড়িয়া ও যশরা ইউনিয়ন পরিষদে এ বিতরণ কার্যক্রম চলে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সাইফুল ইসলাম, তারিকুল ইসলাম রিয়েল, আওয়ামী লীগ নেতা মোস্তফা মহসিন মন্টু, আতিকুর রহমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাহ উদ্দিন পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আওরঙ্গ হেলাল, পৌর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন, আমাদের প্রিয় নেতা সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের উদ্যোগে এর আগে বেশ কয়েকবার ক্ষতিগ্রস্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি এলাকাবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন, যত দিন করোনা থাকবে ঘরবন্দি, কর্মহীন ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
সৌজন্যেঃ কালের কণ্ঠ