1634
Published on জুলাই 26, 2020বরিশালের মেহেদীগঞ্জে করোনার প্রাদুর্ভাবে কাজ হারানো ডেকোরেটর, লাইটিং, বাবুর্চি এবং সংশ্লিষ্ট শ্রমিকদের মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করেন বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।
কর্মহীন ও দরিদ্র মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। কোথাও কোথাও ব্যক্তিগত পর্যায়ে গরিব মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরন করেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা। ত্রাণ পেয়ে খুশি এসব কর্মহীন মানুষ।
এমপি পঙ্কজ নাথ বলেন, করোনা সংকটে সকল প্রকার সহযোগিতা নিয়ে জনগণের পাশেই আছে আওয়ামী লীগ সরকার। তিনি ধন্যবাদ জানান বিভিন্ন বিত্তবান ব্যক্তি, প্রতিষ্ঠান সংগঠন নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়ানোর জন্য।