মতলবে যুবলীগ এর উদ্যোগে প্রধানমন্ত্রী’র ঈদ উপহার বিতরণ

1036

Published on জুলাই 24, 2020
  • Details Image

করোনা মহামারীতে পাঁচ হাজার সাধারণ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অসহায়দের মাঝে যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এই উপহার বিতরণ করেন । এছাড়াও যুবলীগ সাধারণ সম্পাদকের পক্ষ থেকে মতলব উত্তর উপজেলার সাতটি স্থানে ঈদ উপহার বিতরণ করা হয়।

একদিকে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস অন্যদিকে বন্যা। দুইয়ে মিলে অনেকটাই মানবেতর জীবন যাপন করছেন দেশের খেটে খাওয়া মানুষগুলো। সরকারের পক্ষ থেকে তাদেরকে সাহায্যের পাশাপাশি অনেকেই ব্যক্তিগত উদ্যোগেও সহযোগিতা করে আসছেন।

আর ঈদকে সামনে রেখে যুবলীগের পক্ষ থেকেও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার দেশের কয়েকটি স্থানে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এরমধ্যে প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্প চাঁদপুর , মতলব -উত্তরের দূর্গাপুর মজুমদার কান্দী গুচ্ছ গ্রাম আশ্রয় কেন্দ্রে বন্যাকবলিত মানুষের মাঝে নগদ অর্থ ও মাননীয় প্রধানমন্ত্রী’র খাদ্য উপহার বিতরন করেন। এই সময় যুবলীগ-ছাত্রলীগের অনেক নেতাকর্মীই উপস্থিত ছিলেন।

সৌজন্যেঃ দৈনিক ইত্তেফাক

Live TV

আপনার জন্য প্রস্তাবিত