981
Published on জুলাই 24, 2020সিরাজগঞ্জের তাড়াশে বন্যাদুর্গত বিভিন্ন গ্রামে পানির মধ্যে বাড়ি বাড়ি ঘুরে দুই শতাধিক বন্যার্তের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
শুক্রবার বিকালে চলনবিল অধূষ্যিত তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ও সগুনা ইউনিয়নের মাকোরশোন, কামারশোন, বিলাকুশাবাড়ী, কুন্দইলসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ত্রাণসামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, সগুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুলাহহেল বাকী, মাগুড়া বিনোদ ইউপির চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল, মাধাইনগর ইউপির চেয়ারম্যান হাসান মির্জা প্রমুখ।