আম্পানে ও বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাতে আওয়ামীলীগ এর অক্সিজেন কনসেনট্রেটরসহ করোনা ভাইরাস প্রতিরোধক ত্রাণ সামগ্রী বিতরণ

1516

Published on জুলাই 24, 2020

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশনায় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সার্বিক তত্ত্বাবধানে করোনা ভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি। 

শুক্রবার ২৪ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এ কার্যক্রমের অংশ হিসেবে সুপার সাইক্লোন আম্পান এ ক্ষতিগ্রস্ত উপজেলা সমুহ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাসমূহের বিভিন্ন হাসপাতালে ৮টি বিশেষ সুবিধাসম্পন্ন উন্নতমানের অক্সিজেন কনসেনট্রেটর, চিকিৎসকদের ব্যবহারের জন্য উন্নতমানের পিপিই সেট, উন্নতমানের হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক, রোগীদের ব্যবহারের জন্য উন্নতমানের এন্টিসেপটিক সাবান বিতরণ করা হয়েছে। এছাড়াও হাত ও মুখ প্রতিনিয়ত পরিস্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিভিন্ন ধরনের শ্যাম্পু, ফেসওয়াস, ক্রিম ও সান প্রটেক্টর বিতরণ করা হয়েছে।

এসময় আম্পানে ক্ষতিগ্রস্ত উপজেলা সমুহের মধ্যে সাতক্ষীরার শ্যামনগর, কলারোয়া, খুলনার কয়রা ও পাইকগাছা, বাগেরহাটের শরনখোলায়, হাসপাতাল সমুহের মধ্যে সাতক্ষীরা জেনারেল হাসপাতাল, খুলনা জেনারেল হাসপাতাল, বরগুনা সদর হাসপাতাল, মোরেলগঞ্জ উপজেলা, বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাসমুহের মধ্যে লালমনিরহাট, মানিকগঞ্জ, ও রাজবাড়ী জেলা।

এখানে উল্লেখ্য যে ইতিপূর্বে রেডজোনভুক্ত ও বন্যায় আক্তান্ত জেলাসমুহে অক্সিজেন কনসেনট্রেটরসহ বিভিন্ন ধরনের করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর সঞ্চালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ভিডিও কনফারেন্সিং এ সংযুক্ত থেকে এ বিতরণ কার্যক্রমের শুভ সূচনা করেন। বিতরণ অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী এমপি, ড. আব্দুর রাজ্জাক এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, অ্যাড. এ বি এম রিয়াজুল কবীর কাওছার, আনিসুর রহমান, উপ-দপ্তর সম্পাদক মো. সায়েম খান, উপ-কমিটির সদস্য আব্দুল আউয়াল শামীম, আখলাকুর রহমান মাইনু, প্রফেসর কামরুজ্জামান, হাসিবুর রহমান বিজন, হারুন অর রশীদ, ডা. শেখ ফয়েজ আহমেদ প্রমুখ।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত