বানভাসিদের উপহার দিয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ

1275

Published on জুলাই 24, 2020
  • Details Image

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই মানবিক কাজের মাধ্যমে নিজেদের ফেলে আসা সোনালী অতীতের জানান দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। অদৃশ্য এই শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে সবখানেই সমান ভাবে বিচরণ ছাত্রলীগের। জরুরী খাদ্য সরবরাহ কিংবা লাশ দাফন, কৃষকের পাশে দাঁড়ানো সহ দুর্দান্ত সব কাজে বাহবা কুড়িয়েছে দেশব্যাপী। ছাত্রলীগকে প্রশংসায় ভাসিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী।

বিগত কিছুদিন যাবত দেশে বন্যার প্রভাবে অসহায় হয়ে পড়েছে বহু মানুষ। সরকার বিভিন্নভাবে বন্যাক্রান্তদের পাশে নানা ধরনের সহায়তা করছে। এছাড়া সরকারের পাশাপাশি বন্যাক্রান্ত এলাকায় পূর্বের ন্যায় সক্রিয় আছে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী নানা ভাবে উপকুলের মানুষের পাশে আর্তমানবতার সেবায় ভালোবাসার হাত বাড়িয়ে দিচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক লেখক ভট্ট্যাচার্য্য’র পক্ষ থেকে মানিকগঞ্জে ভালোবাসার উপহার নিয়ে সহস্রাধিক মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম। ১৯শে জুলাই বন্যাক্রান্তদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন।

রাজিদুল ইসলাম বলেন, ‘করোনা প্রাদুর্ভাবে সারাদেশে দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে ছাত্রলীগের অগনিত নেতাকর্মীা জনগণের সেবায় নিয়োজিত আছে। করোনার এই দূর্যোগে উপকুল অঞ্চলের সাধারণ জনগণ বন্যার প্রভাবে আরো ভয়াবহ অবস্থার সম্মুখীন হয়েছে। সরকার তাদের পাশে নানা ভাবে সাহায্য সহযোগীতা করছে। 

তিনি আশাবাদ ব্যক্ত করে আরো জানান, ‘আগামীতে করোনার ছোবল যতদিন আছে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীরা দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মাঠে থাকবে, জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে।’

খবরঃ জনতার মুখ

Live TV

আপনার জন্য প্রস্তাবিত