দোয়ারায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন ছাতক-দোয়ারার সাংসদ

983

Published on জুলাই 24, 2020
  • Details Image

মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে, দোয়ারাবাজার উপজেলার সদর ইউনিয়নের ২ শতাধিক বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ছাতক দোয়ারার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

সোমবার (২০ জুলাই) বিকালে মানিকনগর আবাসিক এলাকায় ত্রাণ বিতরণকালে তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা আমাদের সাধ্যমত বানভাসি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার বিতরণ অব্যাহত রেখে যাচ্ছি। আগামীতেও বানভাসিদের জন্য আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, আওয়ামী লীগ নেতা মুশাহীদ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, দোহালীয় ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, বাাংলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জসিম আহমদ চৌধুরী রানা, আওয়ামী লীগ নেতা মৌলানা সিরাজুল ইসলাম, মো. আলাউদ্দিন, সিরাজ মিয়া, উপজেলা স্বেচ্চাসেবক লীগ নেতা মো. মোশারফ হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রতন লাল দাস, নিউটন দাস প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত