নড়িয়া পৌরসভায় বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

1037

Published on জুলাই 20, 2020
  • Details Image

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপির সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভায় পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। রবিবার ১৯ জুলাই বেলা সাড়ে ১২ টায় নড়িয়া পৌরসভার সামনে থেকে পানিবন্দি নড়িয়া পৌরসভার ২৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুকনো খাবার বিতরন করেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী।

এসময় প্রধান অতিথি শরীয়তপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবেদা আফসারী বলেন, পৌর কতৃপক্ষের দেয়া তথ্যমতে নড়িয়া পৌরসভার ৪ হাজার পরিবার বন্যায় পানিতে প্লাবিত হয়েছে। করোনা দূর্যোগের মাঝে এ বন্যায় আমাদের জন্য মরার উপর খাড়ার ঘা। তারপরে ও মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা প্রথানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। আপনাদের প্রিয় নেতা পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপির নির্দেশে ও সহযোগিতায় রোববার পৌরসভার ২৫০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরন করেছি। পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের হাতে শুকনো খাবার বিতরণ করবো ইনশাল্লাহ।

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায় এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা ত্রান ও দুর্যোগ কর্মকর্তা মোঃ আহাদী হোসাইন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক মাল, সাধারন সম্পাদক মাষ্টার হাসানুজ্জামান খোকনসহ উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত