বান্দরবানে বাইশারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ইউনিয়ন আ.লীগ সভাপতির ত্রাণ সহায়তা

1071

Published on জুলাই 20, 2020

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে গত ৩ দিনের প্রবল বর্ষনে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর নিজ উদ্যোগে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ সহায়তা প্রদান করেছেন।

শুক্রবার (১৯ জুন) বিকালে দক্ষিন বাইশারী শাহ মুস্তাফিজুর রহমান হাফেজ খানা ও এতিমখানা মাঠে শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরন করেন।

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের বাড়ির ধ্বংসলীলা স্বরেজমিনে দেখে এসে হতবাক তিনি। বলেন, একদিকে করোনাভাইরাস অপরদিকে বন্যার পানিতে মানুষের আহাজারি। জরুরীভিত্তিতে তাই মানবিক সহায়তা হিসেবে তাৎক্ষনিক সহযোগিতা নিয়ে জনসাধারনের পাশে দাঁড়ান তিনি।

তিনি বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও ইউএনও’কে অবগত করেছেন বলে জানান।

এছাড়া বন্যার পানিতে ভেংগে যাওয়া বেড়িবাঁধ নির্মানে মন্ত্রী মহোদয় কে অবগত করবেন বলেও জানান। পাশাপাশি উপস্থিত লোকজনের কাছে অসুস্থ পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি’র সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. লিয়াকত আলী সহ গণমাধ্যম কর্মী ও আওয়ামীলীগ এর নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৩ দিন টানা বর্ষনের প্রথম দিনে পানিবন্দি মানুষের মাঝে নারিচ বুনিয়া গ্রামে আওয়ামীলীগ সভাপতি জাহাংগীর আলম বাহাদুর নিজ উদ্যোগে রান্না করা খাবার ও বিতরণ করেছিলেন। তার এই মানবিক সহায়তায় জনসাধারন কিছুটা হলে ও স্বস্থির নিঃশ্বাস ফেলেছে বলে জানান ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. আবদুর রহিম।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত