1400
Published on জুলাই 18, 2020খুলনায় করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন এলাকা রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন মহানগর যুবলীগ আহ্বায়ক শফিকুর রহমান পলাশ। এই এলাকার নিম্ন আয়ের ৬শ' পরিবারের মাঝে গতকাল শনিবার খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আটা ও লবণ। এ সময় তিনি বলেন, করোনা মহামারি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। শুধু আমি নই, আমার সংগঠনের প্রতিটি নেতাকর্মী যার যার এলাকায় মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, আইচগাতি এলাকার অধিকাংশ মানুষ খুলনা নগরীর বড় বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন।