2008
Published on জুলাই 18, 2020সুনামগঞ্জের ধর্মপাশায় ২০টি গ্রামের এক হাজার বন্যার্ত পরিবারের মধ্যে ৮ কেজি করে চাল ও খাবার স্যালাইনসহ প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৫ পর্যন্ত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত নারী আসনের সাংসদ শামীমা শাহরিয়ারের ব্যক্তিগত তহবিল থেকে এসব ত্রান সামগ্রী দেওয়া হয়।
এ সময় সাংসদ শামীমা শাহরিয়ার ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলমগীর কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক মোকারম হোসেন,শামীম আহমেদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমু, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাডভোকট আবদুল আজিজ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সুলতান তালুকদার, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান সেলিম আহম্মেদ, উপজেলা যুবলীগের সহসভাপতি এম.আর খান পাঠান, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আল আমিন খান প্রমুখ।