1235
Published on জুলাই 18, 2020সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানা যুবলীগের উদ্যোগে বন্যার্ত প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নোয়াপাড়া, গুচ্ছগ্রাম, কায়েতকান্দা, চামরদানী নতুন পাড়া, জগন্নাথপুর, পিপড়াকান্দায় এই সাতটি গ্রামের প্রায় পাঁচশতাধিক বন্যার্ত পরিবারের মাঝে চিড়া, মুড়ি,গুড়, ওরস্যালাইন ও মোমসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, সহ-সভাপতি আসাদুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার,
যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম খান রনি, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, কামাল হোসেন, অমল তালুকদার, নিকসন তালুকদার,
রুপন সরকার চামরদানি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সম্পাদক আসাদুজ্জামান সুমন, সজীব রায়, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি পারভেজ আহমেদ প্রমুখ।