ধুনট উপজেলায় বন্যার্তদের মাঝে শিশুখাদ্য পৌঁছে দিয়েছেন বগুড়া-৫ আসনের সাংসদ

1011

Published on জুলাই 18, 2020
  • Details Image

উজানের ঢলে ও ভারী বর্ষণে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বগুড়ার ধুনট উপজেলার ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের উচু স্থান ও বণ্যা নিয়ন্ত্রন বাঁধে বন্যার্ত মানুষেরা আশ্রয় নিলেও গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছে এসব বন্যার্তরা।

এছাড়া খাদ্যের অভাবেও পুষ্টিহীনতার অশংকায় রয়েছে চরাঞ্চলের বন্যার্ত পরিবারের শিশুরাও। তাই এসব বন্যার্ত পরিবারের মাঝে ব্যক্তিগত অর্থায়নে শিশু খাদ্য ও গো-খাদ্য পৌঁছে দিয়েছেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

শনিবার বিকেলে ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখী চরের বন্যা কবলিত ৩০০ মানুষের বাড়ি বাড়ি নৌকায় করে এসব ত্রাণ সামগ্রী পৌঁছে দেন তার ছেলে ধুনট উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মোহন্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।

এসময় উপস্থিত ছিলেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক বাহাদুর আলী, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত