কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

924

Published on জুলাই 18, 2020
  • Details Image

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন রোববার (৫ জুলাই) কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা নদীর তীরে বন্যা কবলিত দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি ও সাবান ইত্যাদি।

এসময় জাকির হোসেন বলেন, কুড়িগ্রাম জেলা চর ও নদী ভাঙন এলাকা হওয়ায় প্রতি বছরই বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে। এ বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ আরো কষ্টে আছে। তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। যতই দুর্যোগ আসুক না কেন, কোনো মানুষ অনাহারে থাকবে না। সরকার দুর্যোগকালীন অসহায় দরিদ্র মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রসহ খাদ্য সামগ্রী বিতরণ করছে।

কুড়িগ্রামের জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু এতে উপস্থিত ছিলেন।

এদিকে, কুড়িগ্রামের বন্যা ও করোনা পরিস্থিতি নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন অংশ নেন।

জেলা প্রশাসক রেজাউল করিমের সভাপতিত্বে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত