831
Published on জুলাই 18, 2020বন্যায় ক্ষতিগ্রস্ত ও নদী ভাঙন কবলিত এলাকায় গ্রাম ঘুরে ঘুরে খাদ্য সহায়তা দিলেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা। সোমবার ( ৬ জুলাই) বিকালে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন তিনি।
এ প্রসঙ্গে নারী এমপি হোসনে আরা বার্তা২৪.কমকে বলেন, 'বন্যা কবলিত জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করি। এরমধ্যে শিংভাঙা, বলিয়াদহ, ঢেবরাইপ্যাচ, পশ্চিম বাবনা, দেলিপাড়, আমতলী এলাকার গরীব-অসহায় ৫০০টি পরিবারকে ১০ কেজি করে চাল সহায়তা প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, ধৈর্য সহকারে সকলকে দুর্যোগ মোকাবিলা করতে হবে'।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন,কৃষি বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, চিনাডুলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম, চিনাডুলী ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান, ট্যাগ অফিসার শাহরিয়ার রহমানসহ আরো অনেকেই।