৬৬০টি বন্যাকবলিত পরিবারে ত্রাণ সহায়তা দিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সাংসদ

1002

Published on জুলাই 18, 2020
  • Details Image

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরাঞ্চলের তিনটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিসিবির পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়। রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বাঘুটিয়া, বাচামারা ও চরকাটারীর বন্যা কবলিত ৬৬০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন স্থানে নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি ভাঙন রোধে চলমান কাজের পরিদর্শন করেন এমপি।

এ সময় দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, নির্বাহি অফিসার তাসলিমা মুশতারী, উপজেলা সহকারী ভূমি জুয়েল আহমেদ, উপজেলা কৃষি অফিসার খলিলুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আব্বাস, সহ সম্পাদক কাজী প্রতীকসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত